ড. এ কে এম মাকসুদুল হক
সত্যিকারার্থে জি-সেভেনের বিবৃতি একপেশে, বর্ণবাদী, সন্ত্রাসের সমর্থক ও ভয়ানক বিবেকহীনতার উদাহরণ। তাদের এই বিবৃতিতে মূলত পশ্চিমা শাসকদের নৈতিক পরাজয় ঘটেছে। তবে বিশ্বের শান্তিকামী মানুষ ইসরাইলের অন্যায় আক্রমণকে কোনোভাবেই সমর্থন করেনি।