তেহরান, ২৮ জুন – ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আজ ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে সেখানে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার মধ্যেই তেহরানে সব ধরনের ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স।

শনিবার (২৮ জুন) দুবাইভিত্তিক সংস্থাটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তেহরানে আমাদের ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত ৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে ইরানে কোনো ফ্লাইট পরিচালিত হবে না।

তবে ১ জুলাই থেকে বাগদাদ ও ২ জুলাই থেকে বসরায় পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে তারা।

বিশ্বের অন্যতম বৃহৎ বিমান সংস্থা এমিরেটসের ফ্লাইট বাতিলের ফলে ইরানের আন্তর্জাতিক যাতায়াত ব্যবস্থা ব্যাহত হতে পারে, কারণ দেশি-বিদেশি অনেক যাত্রী এই সংস্থার ওপর নির্ভরশীল।

এদিকে ইসরায়েলের সঙ্গে ‍যুদ্ধবিরতির মধ্যেই ইরানের রাজধানী তেহরানে আবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সক্রিয় করা হয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। শনিবার ভোরে তেহরানের পশ্চিমাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় নিহত ৬০ জন উচ্চপর্যায়ের ব্যক্তির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এ ঘটনা ঘটে।

ইরান ইন্টারন্যাশনাল সূত্রে জানা গেছে, তেহরানের ইসলামশহর এলাকায় বিস্ফোরণ ঘটে এবং সেখানকার আকাশে অ্যান্টি-এয়ারক্রাফ্ট গান চালানো হয়। স্থানীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের পোস্ট থেকে এ তথ্য উঠে এসেছে।

তেহরানের পশ্চিমাঞ্চলের বিদগানে এলাকাটি সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র স্থাপনার জন্য পরিচিত। সম্প্রতি ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধ চলাকালীন ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি রকেট ছোড়া হয়েছে। বাতাসে প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করে হুমকি প্রতিহত করা হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৮ জুন ২০২৫



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews