ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ হারুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।

শনিবার (২৮ জুন) বিএনপির ঢাকা মহানগর দফতর বিভাগের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দফতর সম্পাদক (যুগ্ম আহ্বায়ক মর্যাদা) সাইদুর রহমান মিন্টুর সই করা নোটিশে বলা হয়, ‘গত ১৭ জুন ৬/৩ নয়াপল্টন নিবাসী জহিরুল ইসলাম রুমি আপনার বিরুদ্ধে এক চিঠিতে বেশকিছু অভিযোগ করেছেন। অভিযোগের মধ্যে রয়েছে— (১) অভিযোগকারীর বাড়ি পুনরায় দখলের চেষ্টা, (২) প্রাণনাশের হুমকি, (৩) অভিযোগকারী ও তার স্ত্রীর নামে বনানী ও যাত্রাবাড়ী থানায় মিথ্যা, হয়রানিমূলক হত্যা ও চাঁদাবাজির মামলা দায়ের করতে অন্যকে প্ররোচিত করা, (৪) আপনি এবং আপনার ভাবি কর্তৃক ভুয়া আইনজীবী, ভুয়া সাংবাদিক দিয়ে বাড়ি দখলের চেষ্টা এবং অনলাইন ও নিউজ মিডিয়াতে মিথ্যা তথ্য প্রচার ইত্যাদি।’

নোটিশে আরও উল্লেখ করা হয়, ‘ইতোপূর্বে (৫ আগস্ট পরবর্তী সময়ে) একবার ওই ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে মহানগরের শীর্ষ নেতারা কর্তৃক আপনাকে মৌখিকভাবে সতর্ক করার পরেও বিষয়টি অব্যাহত রয়েছে।’

নোটিশে বলা হয়, ‘অভিযোগের প্রেক্ষিতে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে নোটিশ প্রাপ্তির চার কর্মদিবসের মধ্যে লিখিতভাবে মহানগর কার্যালয়ে জবাব দেওয়ার জন্য বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশক্রমে আপনাকে অনুরোধ জানানো হলো।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews