দেশের বাজারে সোনার দাম আরেক দফা কমেছে। আজ শনিবার প্রতি ভরিতে সর্বোচ্চ দাম কমেছে ২ হাজার ৬২৪ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা হয়েছে। নতুন এই দাম আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর তথ্য জানায়। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার (পিওর গোল্ড) মূল্য কমায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।