জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনারা যেভাবে ভোটের দাবি জানাচ্ছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাচ্ছেন, ঠিক সেভাবে ভোটের দাবির সঙ্গে বিচার ও সংস্কারের দাবি করুন। সংস্কার ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না। 

শনিবার বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর আইডিয়াল স্কুল মাঠে ইউনিয়ন এনসিপির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। কেউ যদি আমার দিকে পাথর ছুড়েন, আমি তার দিকে ফুল ছুড়ে বুকে টেনে নেব। প্রতিহিংসার রাজনীতি থেকে অনেকে আমার পোস্টার ছিঁড়েছেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাকে সম্মান দেন, তার উপরে উঠানো থেকে কেউ টেনে ধরে রাখতে পারে না। আমাদের প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে সরে আসতে হবে। প্রতিহিংসার রাজনীতি, সহিংসতার রাজনীতি কখনো ভালো কিছু করে না।

‘আমি দেবিদ্বারে ভেসে আসি নাই, দেবিদ্বারে আমার জন্ম’ উল্লেখ করে তিনি বলেন, আমরা জুলাই-আগস্ট অভ্যুত্থানের আগে দেখেছি, মাহফিল থেকে হুজুরদের দাড়ি টেনে টেনে নামিয়ে দেওয়া হতো, মাইক বন্ধ করে দেওয়া হতো। আপনারা দেখেছেন এক, দেড়শত কোটি টাকা খরচ করে এমপি হয়েছেন। যে ছেলেরা রাস্তায় বুকের তাজা রক্ত দিয়েছে, তারা এমপি হতে চায় নাই, ক্ষমতা চায় নাই। তারা দেশের সংস্কার চেয়েছিল। ওরা চেয়েছিল দেশে বাক স্বাধীনতা থাকবে, ভোটাধিকার থাকবে। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা সৌহার্দ্যপূর্ণ একটি সমাজ বিনির্মাণে কাজ করছি। আমরা অন্যায়ের কাছে আপস করবো না। হাসিনা আমাদেরকে কিনতে পারে নাই। আমরা তখন আপস করিনি। কখনো অন্যায়ের কাছে আপস এবং মাথা নত করবো না। 

এ সময় জেলা ও উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews