প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

পোস্টে মারুফ কামাল খান বলেন—জন্মদিনে অফুরন্ত শুভেচ্ছা দেশের একমাত্র নোবেল বিজয়ী, গরিবের ব্যাংকার, অর্থনীতির শিক্ষক, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। কোনো পদ-পদবিই আপনার মহিমা বাড়ায় না। বরং পদ-পদবি ও ক্ষমতাই আপনার ছোঁয়ায় মহিমা মণ্ডিত হয়।

তিনি বলেন—হত্যালীলাময় ফ্যাসিবাদী জুলুমের শাসন অবসানে আপনার প্রদীপ্ত বৈশ্বিক ভূমিকা আপনি অপরিসীম বিনয়ের আড়ালে আমার কাছ থেকে লুকাতে পারেননি। ঝড়-ঝাপটাময় এক অন্ধকার সময়ের কম্পিত আলোক শিখা আপনি। গড়পড়তা মানুষের ভাবনা আপনাকে ছুঁতে পারে না। কারণ, আপনার অবস্থান অনেক উঁচুতে। শতায়ু হোন আপনি। শুভ জন্মদিন।  প্রধান উপদেষ্টা।

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ড. মুহাম্মদ ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

ফেসবুক পোস্টে মুশফিকুল ফজল আনসারী লেখেন- বর্তমান যিনি গড়েছেন, ‘ভবিষ্যতের পথ দেখাচ্ছেন সাহসের দীপ্তিতে— তাকেই জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা, আমাদের গর্ব, নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। তার দূরদৃষ্টি জাগায় আশার আলো, আর শক্তি জোগায় গণতন্ত্র ও মানবিক মর্যাদার নিরন্তর সংগ্রামে।’

ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ (শনিবার)। এই দিনে ড. ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশ-বিদেশের বহু রাজনীতিবিদ, ব্যক্তি, সংগঠন ও শুভানুধ্যায়ী।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews