নারী জীবনের নিঃশব্দ যন্ত্রণার গল্প নিয়ে শূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন নাটক ‘েগাধুলিবেলায়’। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে ২৯ জুন সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জামাইকা আর্টস সেন্টারে। নাটকে একক অভিনয়ে মঞ্চে থাকছেন মোমেনা চৌধুরী। নির্দেশনায় আছেন শামীম সাগর। এরপর এই নাটকের আরও দুটি শো অনুষ্ঠিত হবে। ৬ জুলাই নিউজার্সিতে এবং ১২ জুলাই লং আইল্যান্ডে। নাটক শুধু বিনোদনের নয়, বরং সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার, এই বিশ্বাসে কাজ করে যাচ্ছে শূন্যন রেপার্টরি থিয়েটার। সেই ধারাবাহিকতায় তাদের নতুন নাটক ‘গোধুলিবেলায়’। ২০১১ সালে মোমেনা চৌধুরীর নেতৃত্বে গঠিত শূন্যন শুরু থেকেই নারী অধিকার, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে নাট্যচর্চা করে আসছে। একক নাটক ‘গোধুলিবেলায়’ মোমেনা চৌধুরী অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও প্রযোজক হিসেবেও রয়েছেন। নাটকে দেখা যাবে, পঞ্চাশতম বিবাহবার্ষিকীর দিন এক বৃদ্ধা মা স্মৃতির জগতে ফিরে যান, যেখানে ধরা পড়ে জীবনের চাপা কান্না, লাঞ্ছনা ও বঞ্চনার বেদনা। প্রেম, সংসার ও মাতৃত্বের আড়ালে থাকা এক নারীর নিঃশব্দ প্রতিবাদ ফুটে ওঠে পুরো নাটকে। নাট্যকার ও অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, নারীকে ঘিরে থাকা শরীর, সম্মান, স্বপ্ন এবং অপমান এগুলোকে নাটকটি সামনে এনে আমাদের অন্তরে ছুঁড়ে দেয় প্রশ্ন। যদি এটি কাউকে তার নীরব প্রতিবাদের ভাষা দিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য। নির্দেশক শামীম সাগর বলেন, এখানে আমি শুধু এক নারীর কাহিনী বলিনি, বরং ন্যায়ের অভাব আর সমাজের নিরবতার বিরুদ্ধে এক প্রতীকি প্রতিবাদ তুলে ধরেছি। নাটকে শব্দ, আলো, নীরবতা ও প্রতীকী বিমূর্ততায় নির্মিত হয়েছে এক দৃশ্যকবিতা, যা দর্শকদের ভাবতে বাধ্য করবে।