শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পালা। এই সিরিজে অংশ নিতে গতকাল ৮ ক্রিকেটার দেশ ছেড়েছিলেন। এর একদিন পর আজ (শনিবার) বিমানে চড়েছেন নাঈম শেখ এবং তাসকিন আহমেদ।

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে তাসকিন জানিয়েছেন সিরিজ জয়ের কথা। তাসকিন বলেন, ‘একজন টিম ম্যান হিসেবে আমি আমার দলের জয়ে ভূমিকা রাখতে চাই। আর ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমরা সিরিজ জিতব। আমি অনেক উদগ্রীব হয়ে আছি। আজকে বের হওয়ার সময় অনেক ভালো লাগছে যে মাঝখানে প্রায় তিন মাসের মতো খেলার সুযোগ হয়নি। খেলতে পারিনি। ‘

সিরিজে নিজের প্রত্যাশার কথা জানিয়ে এই তারকা পেসার যোগ করেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া যে আমি আবার দলে ফিরলাম। যাচ্ছি তো এখন একটাই প্রত্যাশা যাতে জয়ের পেছনে যাতে আমার ভূমিকা থাকে।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই প্রসঙ্গে তাসকিন বলেন, ‘যে কোনো প্লেয়ারের জন্যই এটাই অনেক দুঃখজনক যে মাঠের বাইরে থাকা ইনজুরির কারণে। এটা আসলে জীবনেরই অংশ, বিশেষ করে ফাস্ট বোলারদের অনেক ইনজুরি হয়। তো এটাই আমার জন্য এখন খুশির ব্যাপার যে আল্লাহর রহমতে আমি আবার ফিরেছি। তো আশা করি ভালো কিছু করব।’

লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ০-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে সাদা বলের দুই সিরিজেই জয়ের স্বপ্ন দেখছেন তাসকিন, ‘ওয়ানডে আর টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই জিততে চাই, মানে হারজিত তো থাকবেই, কিন্তু ইনশাআল্লাহ আমরা সেরাটা দিব, আমার বিশ্বাস আছে।’

প্রসঙ্গত, আগামী ২ জুলাই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরপর ৫ জুলাই একই মাঠে দ্বিতীয় ও ৮ জুলাই পাল্লেকেলেতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। তিনটি ওয়ানডেই শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩ টায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews