দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক টেস্টেই ইতিহাসের পাতায় নাম লেখালেন ১৯ বছর বয়সী লুয়ান ড্রে প্রিটোরিয়াস। ৯ বছরে প্রথম প্রোটিয়া হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন। তবে সবচেয়ে বেশি আলোচনায় অন্য কারণে। অভিষেকে দেশটির সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান এখন তিনি। শুধু কি তাই? টেস্ট ক্রিকেটে দেড়শ রান করা সর্বকনিষ্ঠ ক্রিকেটারও এখন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই প্রিটোরিয়াস এই কীর্তি গড়েছেন। 

বামহাতি ব্যাটার টেস্ট সেঞ্চুরি পাওয়ার পথে ৭টি চারের সঙ্গে ছক্কায় হাঁকিয়েছেন দুটি। দলের ভীষণ বিপদের সময়ে মাঠে নামেন তিনি। তখন স্কোর ছিল ৩ উইকেটে ২৩ রান। তার পর ভিয়ান মুল্ডারের সঙ্গে গড়েন ছোট পার্টনারশিপ। মূল প্রতিরোধটা গড়েছেন ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গে। ৮৮ বলে ৯৫ রানের জুটি গড়েন তারা। ব্রেভিস ৪১ বলে ৫১ রানে ফিরলে ভাঙে জুটি। তার পরেও দৃঢ়চেতা ব্যাটিংটা করে গেছেন প্রিটোরিয়াস। সপ্তম প্রোটিয়া হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন। শেষ পর্যন্ত আউট হওয়ার আগে ১৬০ বলে করেছেন ১৫৩ রান। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছয়ের মার।  

টেস্টে দেড়শ বা তার বেশি রান করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার যারা

১. লুয়ান ড্রে প্রিটোরিয়াস (দক্ষিণ আফ্রিকা)-- ১৫৩ রান--- ১৯ বছর ৯৩ দিন
২. জাভেদ মিয়াঁদাদ (পাকিস্তান)- ১৬৩-- ১৯ বছর ১১৯ দিন
৩. নিল হার্ভে (অস্ট্রেলিয়া)- ১৫৩-- ১৯ বছর ১২১ দিন 

দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান যারা

১. লুয়ান ড্রে প্রিটোরিয়াস- ১৯ বছর ৯৩ দিন
২. জ্যাকস রুডলফ- ২১ বছর ৩৫৫ দিন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews