মডেল হিসেবেই তিনি দর্শকের কাছে সমাদৃত পূর্ণিমা বৃষ্টি। সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশেন থেকে প্রকাশিত লুৎফর হাসানের গান ‘আকাশ হয়ে যাই’-এ মডেল হয়ে বেশ আলোচনায় এসেছেন। গানটি লিখেছেন জাহিদ আকবর, মিউজিক করেছেন তরিক।
এরইমধ্যে পূর্ণিমা সেলিমের নির্দেশনায় ‘ইন্টারন্যাশনাল গুন্ডা’ ও ‘পালিয়ে বিয়ে’ নামে দুটি নাটকেও অভিনয় করেছেন। নাটকগুলো শিগগিরই প্রচারে আসবে।
মিউজিক ভিডিও এবং নাটক প্রসঙ্গে পূর্ণিমা বৃষ্টি বলেন, ‘আকাশ হয়ে যাই গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে বেশ ভালো সাড়া পেয়েছি। তবে এরইমধ্যে যে দুটি নাটকে অভিনয় করেছি সে দুটি নাটক নিয়েও আমি ভীষণ প্রত্যাশী। চেষ্টা করেছি মন দিয়ে অভিনয় করে দুটি চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে। প্রচারে এলে আশা করছি দর্শকের ভালোলাগবে। আর এখন থেকে টিভি নাটকে নিয়মিত অভিনয় করার চেষ্টা করবো। পাশাপাশি ভালো গানের মিউজিক ভিডিওতেও মডেল হবার চেষ্টা থাকবে।’
অভিনেত্রী আরও জানান, শিগগিরই প্রচারে আসছে তার নতুন দুটি বিজ্ঞাপন। এরমধ্যে একটি যমুনা এসির। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সৌরভ কুন্ডু পরিচালিত ‘গিরগিটি’ নামে একটি সিনেমা। এর আগে ‘ঢাকা ড্রিম’ সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি।