আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ ও কানাডার নাম উজ্জ্বল করে, জেরিন মাহমুদ বর্তমানে মিস গ্লোবাল ইউনিভার্সেল ২০২৫ বিজয়ী হয়েছেন। হাজারো প্রতিযোগীর মধ্য থেকে তিনি এই শিরোপা অর্জন করেছেন। এটি তার ব্যক্তিগত জয় নয়, বরং নারী সমাজের শক্তি ও সম্ভাবনার এক জ্বলন্ত উদাহরণ বলে তিনি মনে করেন। এই পর্বের সূচনা হয়েছে থাইল্যান্ডের ফুকেটে, গত ৭ থে১৩ জুন ২০২৫। এর আগে তিনি নর্থ আমেরিকা ওয়ার্ল্ড ২০২৪ এর খেতাব অর্জন করেন এবং মিস কানাডা ২০২৪ এর প্রথম রানার আপ হন। পেশাগতভাবে জেরিন একজন সফল আইটি প্রজেক্ট ম্যানেজার ও সিনিয়র বিজনেস অ্যানালিস্ট, যিনি কানাডার একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত।