ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিহত আইআরজিসি প্রধান হোসেইন সালামির কফিনের পাশে শোক প্রকাশের একটি ছবি অনলাইনে শেয়ার করেছেন। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে নিজেদের আত্মরক্ষায় সক্ষম হওয়ায় তিনি তার দেশের ওপর গর্বিত।

এই ছবিটির পাশাপাশি তিনি জানাজা অনুষ্ঠানের আরও বেশকিছু ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। ১৩ জুন থেকে ইসরাইলের হামলায় নিহত সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিকদের এ জানাজা ছিল। 

ছবির ক্যাপশনে আরাঘচি লিখেন, ‘একটি জাতির গৌরবই সবচেয়ে মূল্যবান।’

তিনি আরও লেখেন, ‘দুই পারমাণবিক অস্ত্রসজ্জিত শাসকের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের মধ্যে দিয়ে ইরানিরা তাদের সম্মান ও গর্ব রক্ষা করেছে এবং এখন আগের চেয়ে আরও বেশি গর্বের, মর্যাদার ও দৃঢ়তার সঙ্গে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে।’

ইসরাইলের পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হলেও দেশটি কখনও আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews