মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে নেতৃত্ব দেয়ার পর থেকেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন উঠে, নাজমুল হোসেন শান্তকে না জানিয়েই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। সিদ্ধান্তটা যে হুট করেই নেয়া, তা জানিয়েছিলেন মেহেদী মিরাজও।

এদিকে, শান্ত আজ শনিবার হঠাৎ ছেড়ে দিয়েছেন টেস্ট অধিনায়কত্ব। শান্ত নেতৃত্ব ছাড়াটাকে দেশের ক্রিকেটের জন্য ভালোর জন্য বললেও, অনেকেই বলছেন না বলেই ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরানোর অভিমানেই এই সিদ্ধান্ত শান্তের।

তবে এটার সুযোগ দেখছেন না অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। মিরাজকে অধিনায়ক করার আগে শান্ত জানতেন বলে জানিয়েছেন এই বোর্ডকর্তা।

ফাহিম বলেন, ‘সিদ্ধান্তটা যখন বোর্ডের পক্ষ থেকে নেয়া হয়েছে, তখন প্রথমেই শান্তর সাথে আলাপ করা হয়েছে এবং সেসময়ে ওর দায়িত্ব কী থাকবে, সেটাও তাকে বলা হয়েছে। আর পরে মিরাজকে বলা হয়েছে ওয়ানডের অধিনায়ক করা হচ্ছে।’

এরপর শান্তর টেস্ট অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে বোর্ডের কোনো ধারণা ছিল কি না, এ প্রসঙ্গেও কথা বলেন ফাহিম। ‘ধারণা করেছিলাম এটা হলেও পরে হবে। আজকেই হবে, এমনটা ধারণা করিনি। ও যেহেতু মনে করেছে আজকেই ওর সিদ্ধান্তটা জানাবে, আমি সেটাকে সম্মান জানাই।’

এরপর শান্তর নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘ওর নেতৃত্বগুণ আমি খুব কাছ থেকে দেখেছি। খুব ভালো অধিনায়কত্ব করেছে এবং খুব দারুণ নেতা। এটা যদি না হতো খুবই ভালো হতো।’

‘সে বলেছে, সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং আমি সেটাকে সম্মান জানাই। আশা করব, ক্রিকেটার ও ব্যাটার হিসেবে ভালো খেলতে থাকবে আর অধিনায়ক না থাকলেও ওর যে নেতৃত্বগুণ আছে সেটা দলের জন্য কাজে লাগাবে।’

এরপর শান্তর জন্য শুভ কামনা জানিয়ে ক্রিকেট অপরাশেন্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমি তার জন্য শুভকামনা জানাই এবং আশা করি সে দলে থাকবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews