বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ‘রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ঘোষণার আলোকে ‘কৃষি কথা’ শীর্ষক এক আঞ্চলিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ‘মাটির মানুষ কৃষক, দেশের প্রাণ কৃষক, কৃষকের কথা’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রদর্শনীতে দেশের কৃষি খাত ও কৃষকদের সামগ্রিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেয়া হয়।

শনিবার (২৮ জুন) বিকেল ৫টার দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর বাজারে এ কৃষি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ অনুষ্ঠানে কৃষক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষিবিদ ও কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নেন।

এদিকে প্রদর্শনীর মূল ফোকাস ছিল তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার ২৭ তম দফা, যা অবলম্বনে কৃষিবিষয়ক ভাবনাগুলোকে কৃষকদের সামনে তুলে ধরা।

আয়োজকদের দাবি, এ দফাগুলো বাংলাদেশের কৃষি খাতের দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের পাশাপাশি কৃষকদের অর্থনৈতিক মুক্তি ও মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রদর্শনীকে ২৭ দফার কৃষিভিত্তিক প্রস্তাবনাগুলোর একটি ব্যবহারিক রূপরেখা হিসেবেও তুলে ধরা হয়েছে। যেখানে কৃষকরা সরাসরি তাদের অভিজ্ঞতা ও চাহিদা তুলে ধরার সুযোগ পেয়েছেন।

অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আব্দুল করিম সরকার বলেন, ‘এবারের প্রতিপাদ্যটি কেবল একটি স্লোগান নয় বরং কৃষকদের অবদানকে স্বীকৃতি জানানো। একইসাথে তাদের কণ্ঠস্বরকে গুরুত্ব দেয়ার একটি অঙ্গীকার। এ প্রোগ্রামের মাধ্যমে কৃষকরা নিজেদের সমস্যা ও সম্ভাবনার কথা সরাসরি তুলে ধরতে পারবেন। যা ভবিষ্যতে কৃষিনীতি প্রণয়নে সহায়ক হবে ‘

তিনি আরো বলেন, ‘দুঃখজনকভাবে আমাদের কৃষকরা আজ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছেন। সার, বীজ, কীটনাশকের মূল্য বৃদ্ধি, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়া, প্রাকৃতিক দুর্যোগের শিকার হওয়া এসবই তাদের নিত্যদিনের সংগ্রাম। তারেক রহমান তার ২৭ দফায় কৃষকদের এ সকল সমস্যার সমাধানে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন।’

প্রদর্শনীর প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সম্মানিত কৃষকবৃন্দ’। এ সময় প্রধান আলোচক হিসেবে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও টেকসই কৃষি পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ বক্তা হিসেবে মো: আশিকুল হক কৃষকদের অধিকার ও বাজারজাতকরণে তাদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews