জাতীয় পার্টির মহাসচিব পদে নতুন নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। আজকালের মধ্যে নতুন মহাসচিব নিযুক্ত করবেন দলের চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার মধ্যরাতে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে জিএম কাদেরের ঘনিষ্ঠ একজন নেতা এ কথা জানান।

গত কয়েকদিন ধরে প্রেসিডিয়ামের সভা ডাকাকে কেন্দ্র করে জাতীয় পার্টিতে অস্থিরতা চলছে। দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মজিবুল হক চুন্নু দলের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন। এই বিষয়টিকে কেন্দ্র করে অবশেষে মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে সরিয়ে দিচ্ছেন জিএম কাদের।

শনিবার মধ্যরাতে এ ব্যাপারে জানতে চাইলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এ প্রতিবেদককে বলেন, মহাসচিব পদে দ্রুত পরিবর্তন আসছে।

দলীয় সূত্র জানায়, কয়েকজন প্রেসিডিয়ামের সদস্যকেও বাদ দেওয়া হচ্ছে। নতুন সিদ্ধান্ত হয়েছে, আরও কয়েকজনকে প্রেসিডিয়ামের সদস্য হিসেবে মনোনীত করার। 

শামীম হায়দার বলেন, এটা এখনও নিশ্চিত করে বলতে পারছি না। 

দলীয় সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, প্রকাশ্য বিরোধিতার কারণে আনিসুল ইসলাম মাহমুদ, মজিবুল হক চুন্নুসহ কয়েকজনকে দলের প্রেসিডিয়াম থেকে বাদ দেওয়া হচ্ছে। 

নতুন মহাসচিব হিসেবে শামীম হায়দার পাটোয়ারী, লিয়াকত আলীসহ কয়েকজনের নাম সামনে এসেছে। 

সূত্র জানায়, রবি-সোমবারের মধ্যে নতুন মহাসচিব মনোনয়ন দেবেন জিএম কাদের। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews