রাজধানীর মালিবাগে হাফিজুর রহমান নামের এক ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়েছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। এ ঘটনায় গতকাল শনিবার রাজধানীর শাহজাহানপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
ভুক্তভোগী হাফিজুর প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার ব্যবসায়িক কাজ শেষে রাত তিনটার দিকে পটুয়াখালী থেকে ঢাকার মালিবাগে আসেন। বাসার কাছে এলে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্য মোটরসাইকেলে এসে তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে তাঁর সঙ্গে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যান।