তিন দিন ধরে আলোর রোশনাই ছুটছে, সুরের লহরে ভাসছে ভেনিসের ছোট্ট দ্বীপ সান জর্জিও। বিল গেটস থেকে শুরু করে লিওনার্দো ডিক্যাপ্রিওসহ বহু তারকার ঝলমলে উপস্থিতিতে আলোকিত হয়েছে অনুষ্ঠানস্থল। এত কিছুর সমারোহ ঘটেছে বিশ্বের অন্যতম ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাবেক সাংবাদিক লরেন সানচেজের বিয়ের অনুষ্ঠান ঘিরে।

বিবিসি লিখেছে, শুরুটা হয়েছে বৃহস্পতিবার থেকে, কঠোর নিরাপত্তায়। শুক্রবার ইতালির ভেনিসের এ দ্বীপে জাঁকজমকপূর্ণ আয়োজনে আংটি বদল করেন ৬৬ বছর বয়সি জেফ বেজোস ও ৫৫ বছর বয়সি সানচেজ।

যেখানে বিনোদন, রাজনীতি ও আর্থিক জগতের প্রথম সারির অতিথি ছিলেন দুইশজন। শনিবার বিশাল একটি পার্টির মাধ্যমে শেষ হচ্ছে এই আয়োজন।

আংটি বদলের দিন কিম কার্ডাশিয়ান, জেনারের পরিবার বিল গেটস, কার্লি ক্লস, অপরা উইনফ্রেসহ আরো তারকাকে ওয়াটার ট্যাক্সিতে করে অনুষ্ঠানস্থলে যেতে দেখা যায়।

এছাড়া হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও, গায়ক মিক জ্যাগার, ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুম, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, টম ব্র্যাডি, কেন্দাল জেনার, কাইলি জেনারসহ আরও অনেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তবে সোশাল মিডিয়ায় আসা তাদের শেষ ছবি পাওয়া যায় ওয়াটার ট্যাক্সিতে ওঠার ছবি। এরপর অনুষ্ঠানস্থলে প্রবেশের পর থেকে তাদের আর কোনো ছবি পাওয়া যায়নি; সামাজিক যোগাযোগমাধ্যমে তারা বাধ্য হয়ে নীরব হয়ে যান।

কারণ অত্যন্ত গোপনীয়তার সঙ্গে অনুষ্ঠানটির আয়োজন সম্পন্ন হয়।

শুক্রবার সন্ধ্যায় কানারেজিও এলাকার একটি মধ্যযুগীয় গির্জা মাদোনা দেল অর্তোয় অতিথিরা জড়ো হন। সেখানে ছিল নৈশভোজের আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়।

এদিন আর্সেনালের একটি হলে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হবে। সেখানে মূলত বড় একটি মধ্যযুগীয় জাহাজ নির্মাণ কারখানা ছিল, যা বর্তমানে পূর্ব কাস্তেলো এলাকায় শিল্পকলা প্রদর্শনীর স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে।

অনুষ্ঠানে মার্কিন সংগীতশিল্পী লেডি গাগা ও ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জনের গান পরিবেশন করার কথা রয়েছে।

এটি বেজোসের দ্বিতীয় বিয়ে। সমাজসেবী ম্যাকেঞ্জি স্কট তার প্রথম স্ত্রী ছিলেন। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়।

সানচেজেরও এটি দ্বিতীয় বিয়ে। তার সাবেক স্বামী প্যাট্রিক হোয়াইটসেল মেধাবী উদ্যোক্তাদের সহায়তাকারী প্রতিষ্ঠান এন্ডেভারের নির্বাহী চেয়ারম্যান। তাদেরও ২০১৯ সালে বিচ্ছেদ হয়।

সাংবাদিক সানচেজ নিজে একজন লাইসেন্সধারী পাইলটও। ২০২১ সালে বেজোস নিজে মহাকাশ থেকে ফিরে আসার পর নারীদের নিয়ে একটি বিশেষ ফ্লাইট আয়োজনের ধারণাটি সানচেজই তাকে দেন।

জমকালো এই বিয়েতে খরচ হতে পারে সাড়ে আনুমানিক ৫ কোটি ডলার।

রাজকীয় বিয়ের অনুষ্ঠানের সুবাদে শহরটি আয় করবে প্রায় ১১০ কোটি ডলার। শুক্রবার ইতালির পর্যটন মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

পর্যটন মন্ত্রণালয়ের ভাষ্য, এই বিয়ের কারণে শহরের বার্ষিক পর্যটন আয়ের প্রায় ৬৮ শতাংশ সমপরিমাণ বাড়তি আয় হতে পারে। এই বিয়েকে কেন্দ্র করে ভেনিসের হোটেল থেকে শুরু করে নানা ব্যবসাপ্রতিষ্ঠান ব্যস্ত সময় পার করছে।

অবশ্য বেজোস ও সানচেজের বিয়ের আয়োজন নিয়ে ভেনিসের স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ ক্ষোভ দেখা গেছে।

এ আয়োজনের কারণে অতিরিক্ত পর্যটনের চাপে বিশ্বের ঐতিহ্যবাহী এই শহর আরও ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা তাদের। কারো কারো অভিযোগ শহরটির কর্তৃপক্ষ ধনী পর্যটকদের স্বাগত জানালেও সাধারণ মানুষের সমস্যাকে গুরুত্ব দিচ্ছে না।

বেজোস ও সানচেজের বিয়ের আয়োজন নিয়ে যে প্রতিবাদ চলছে, তার নাম দেওয়া হয়েছে ‘নো স্পেস ফর বেজোস’।

এ বিক্ষোভকে সমর্থন দিচ্ছে বাসস্থানের দাবিতে সোচ্চার থাকা ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিভিন্ন সংগঠনসহ এক ডজনের বেশি স্থানীয় সংগঠন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews