সিলেট জেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে জেলা ছাত্রদল এসব কমিটির অনুমোদন দেয়।

অনুমোদিত কমিটিগুলোতে স্বাক্ষর করেছেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে সেগুলো হলো—তাজপুর ডিগ্রি কলেজ, বালাগঞ্জ সরকারি কলেজ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ, হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ, জৈন্তিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ, তৈয়ব আলী কারিগরি কলেজ, গোয়াইনঘাট সরকারি কলেজ, জালালপুর ডিগ্রি কলেজ, রাঙপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজ, বারহাল ফাজিল মাদ্রাসা, আমির মিয়া স্কুল অ্যান্ড কলেজ, আলীরগাঁও কলেজ, সালুটিকর ডিগ্রি কলেজ, রুস্তমপুর কলেজ, রেঙ্গা হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, দুবাগ স্কুল অ্যান্ড কলেজ, জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, এমসি একাডেমি স্কুল ও কলেজ, বাদাঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজ, ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসা, হারিছ চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, কুড়ারবাজার কলেজ এবং সাইফুর রহমান টেকনিক্যাল কলেজ।

এনব প্রতিষ্ঠানে কোনোটি পূর্ণাঙ্গ, আবার কোনোটি আংশিক কিংবা আহ্বায়ক কমিটি হিসেবে ঘোষণা করা হয়েছে।

বিডি প্রতিদিন/জামশেদ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews