ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈঠকে কোয়াড জোটের মাধ্যমে একটি নিরাপদ, শক্তিশালী এবং আরও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্রের জনগণের উপকারে আসবে—এমনভাবে দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতা ক্রমাগত বাড়ানোর আগ্রহ ব্যক্ত করার মাধ্যমে বৈঠক শেষ করেন দুই দেশের কর্মকর্তারা।