যুক্তরাজ্যের প্রভাবশালী ডানপন্থি সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের মালিকানা পরিবর্তন হচ্ছে। দৈনিক ডেইলি মেইলের মালিক প্রতিষ্ঠান জেনারেল ট্রাস্ট পিএলসি (ডিজিএমটি) এটি কিনে নিচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দ্য টেলিগ্রাফ ক্রয়ে ৫০ কোটি পাউন্ডের (৬৫ কোটি ডলার) চুক্তি হয়েছে হয়েছে।

এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ পত্রিকা দ্য টেলিগ্রাফ কেনার জন্য চেষ্টা করছিল যুক্তরাষ্ট্র-ভিত্তিক বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স। কিন্তু সম্প্রতি তারা আলোচনা থেকে সরে যায়। এর এক সপ্তাহ পর জেনারেল ট্রাস্ট পিএলসির সঙ্গে চুক্তি হলো।

দ্য ফিন্যান্সিয়াল টাইমস বলেছে, রেডবার্ড নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ব্যয় করা অর্থ পরিশোধের জন্যই এই মূল্য নির্ধারণ করা হয়। চুক্তির অন্তর্ভুক্ত বিভিন্ন পক্ষ লেনদেনের শর্ত চূড়ান্ত ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের জন্য ইতোমধ্যেই একক আলোচনার পর্যায়ে প্রবেশ করেছে। এই আলোচনা শিগগিরই সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছে তারা।

আরও পড়ুন

আরও পড়ুন

প্রিন্সেস ডায়ানার সেই রিভেঞ্জ ড্রেসের মূল্য এখন ৬ লাখ ডলার

প্রিন্সেস ডায়ানার সেই রিভেঞ্জ ড্রেসের মূল্য এখন ৬ লাখ ডলার

রেডবার্ড আইএমআইয়ের এক মুখপাত্র বলেছেন, ‘ডিএমজিটি ও রেডবার্ড আইএমআই শনিবার ঘোষিত চুক্তিতে পৌঁছানোর জন্য দ্রুত কাজ করেছে; যা শিগগিরই পররাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।’

এদিকে মালিকানা হস্তান্তরের বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি টেলিগ্রাফ। রেডবার্ড আইএমআইয়ের এক মুখপাত্র বলেছেন, ‘ডিএমজিটি ও রেডবার্ড আইএমআই শনিবার ঘোষিত চুক্তিতে পৌঁছানোর জন্য দ্রুত কাজ করেছে; যা শিগগিরই পররাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews