বেডটাইম মোড বা স্লিপ মোড চালু করলে ফোনের পর্দায় ধূসর রং দেখা যায়, যা নীল আলোর নিঃসরণ কমিয়ে আনতে বেশ কার্যকর। এ সুবিধা চালুর জন্য স্মার্টফোন থেকে সেটিংস অ্যাপে প্রবেশ করার পর নিচে স্ক্রল করে ‘ডিজিটাল ওয়েলবিয়িং’ অপশন নির্বাচন করতে হবে। এরপর পরের পৃষ্ঠার নিচে স্ক্রল করে ‘বেডটাইম মোড’ নির্বাচন করতে হবে। তবে বেডটাইম মোড চালু থাকার সময় স্বয়ংক্রিয়ভাবে ‘ডু নট ডিস্টার্ব’ সুবিধাটি চালু হয়ে যায়, ফলে ফোনে নোটিফিকেশন, কল ও বার্তার তথ্য দেখা যায় না।