যুদ্ধপরবর্তী ইউক্রেনে নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত করতে ইউরোপ সেনা পাঠাবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডিয়ার লাইয়েন। কিন্তু উরসুলার এই মন্তব্যের বিরোধিতা করেছে জার্মানি।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসের বক্তব্য, যুদ্ধ এখনো বন্ধ হয়নি। কিয়েভ এবং মস্কো আলোচনার টেবিলে বসতে পারে, এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এই সময়ে প্রকাশ্যে এমন মন্তব্য করা অনুচিত।

পিস্টোরিয়াসের বক্তব্য, কোথাও সেনা মোতায়েন করার এক্তিয়ার ইউরোপীয় কমিশনের নেই। ফলে এই ধরনের মন্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, সম্প্রতি নিরাপত্তার গ্যারান্টি নিয়ে বিস্তারিত দাবি পেশ করেছে ইউক্রেন। ইউরোপের নেতাদের সাথে এ বিষয়ে তার দীর্ঘ আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সর্বশেষ বৈঠকে ইউরোপের নেতারাও যোগ দিয়েছিলেন। সেখানেও এ বিষয়ে বিস্তারিত কথা হয়েছে। উরসুলা তারই রেশ ধরে যুক্তরাজ্যের খবরের কাগজ ফিনান্সিয়াল টাইমসের কাছে ওই মন্তব্য করেছিলেন বলে মনে করা হচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews