গাজায় ইসরাইলের আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)।

সংস্থার এক বিবৃতিতে তুরস্কের জাতিসংঘ দূত আহমেত ইলদিজ বলেন, গত বছর যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় ইসরাইল হামলা চালিয়ে আসছে। সেই সাথে মানবিক সহায়তার সুযোগ কমে আসছে। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর বিরুদ্ধে নিন্দনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্টের টেকসই প্রচেষ্টাকে স্বাগত জানানো হয়েছে। তবে ইসরাইলের পদক্ষেপগুলো এসব অগ্রগতিকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ এবং জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে ঐতিহাসিক এবং আইনি সহায়তা দিতে আহ্বান জানান ইলদিজ।

ওআইসি চুক্তির সাথে সম্পর্কিত রাজনৈতিক উন্নয়নকেও স্বাগত জানিয়েছে।  ইলদিজ বলেছেন, এই গোষ্ঠী যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের সূচনা এবং গাজা উপত্যকা পরিচালনার জন্য ফিলিস্তিনি কমিটি গঠনের সাম্প্রতিক ঘোষণাকে সমর্থন করেছে। যা ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ডে তাদের নিজস্ব বিষয় তদারকি করতে সহায়তা করবে।

ওআইসি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য ইসরায়েলকে অধিকৃত সিরিয়ার গোলানসহ সমস্ত অধিকৃত আরব অঞ্চল থেকে সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। সেই সাথে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলের হামলায় ৪৮৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ৩৪১ জন আহত হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।

বিডি প্রতিদিন/কামাল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews