সাভার (ঢাকা): শাহ্ সিমেন্টের কাভার্ড ভ্যানের চালক শামীম হোসেনকে হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে  ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। এ ঘটনায় প্রশাসনের আশ্বাসে প্রায় ৫০ মিনিট পর তারা সড়ক ছেড়ে দেন।



শুক্রবার (২৯ আগস্ট) নামাজের পর ‘নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ’ এর ব্যানারে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় সড়কের উভয় লেন অবরোধ করে বিক্ষোভ করেন চালকরা।

এ সময় পরিবহন শ্রমিকরা বলেন, গত ২৫ আগস্ট সকালে তাদের সহকর্মী শাহ সিমেন্টের গাড়ির চালক মো. শামীমকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছিনতাইকারীরা।







ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শামীমের হত্যাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এছাড়া ৭২ ঘণ্টার মধ্যে দ্রুত আইনে হত্যাকারীদের শাস্তির আওতায় আনতে হবে। হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে নিহত শামীমের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বাংলানিউজকে বলেন, বিক্ষোভকারীদের দাবি তাদের সহকর্মী শামীমের খুনিদের গ্রেপ্তার করতে হবে। এছাড়া শাস্তির আওতায় আনতে হবে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধের প্রায় ৫০ মিনিট পরে সড়ক ছেড়ে দেন বিক্ষোভকারীরা। বর্তমানে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গত ২৫ আগস্ট ছিনতাইকারীর ছুরিকাঘাতে শামীম আহত হলে স্থানীয়রা একটি রিকশাযোগে তাকে হাসপাতালে পাঠায়। শামীমকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শামীম শাহ্ সিমেন্টের গাড়ি চালাতেন।

জেএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews