রাজধানীবাসীর নিরাপত্তায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ‘ভ্যানগার্ড’ (অগ্রদূত) হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।
রেজাউল করিম মল্লিক বলেছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বিপণিবিতান, রেলস্টেশন এবং বাস ও লঞ্চ টার্মিনালে ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে যেকোনো প্রয়োজনে ডিবি সব সময় নগরবাসীর পাশে রয়েছে। নগরবাসীকে সঙ্গে নিয়ে যেকোনো অপতৎপরতা রুখে দিতে ডিবি প্রস্তুত।