‘নীলচক্র’ শুটিংয়ের সময় জীবনের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে আরিফিন শুভর। সেই বিষয়টিও তুলে এনেছেন ফেসবুক পোস্টে। তিনি লিখেছেন, ‘আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন, শুটিংয়ের সময় খুব বাজে সময় কাটাচ্ছিলাম আমি। শুটিংয়ের মাঝামাঝি সময়ে আমার মা পৃথিবী থেকে চলে যান। অতঃপর মা চলে যাওয়ার ৫/৬ দিন পর আমি নীলচক্রের বাকি শুটিং আবার শুরু করি। ওই অবস্থায় সিনেমার কাজ শেষও করি। আমার মানসিক ওই অবস্থায় এই বিশাল কর্মযজ্ঞে ছবির পরিচালক, প্রযোজক, আমার সহশিল্পী, কলাকুশলীরা যেভাবে আমাকে সাহায্য করেছেন, বিশেষ করে আমার ভক্তরা যেভাবে আমার পাশে ছিল, এখনো আছে...আমি আমৃত্যু ধন্যবাদ দিলেও ধন্যবাদ জ্ঞাপন শেষ হবে না। আপনাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ!’