আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে নতুন এক মহাপরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রথমবারের মতো পডকাস্টে অংশ নিয়ে তিনি বাংলাদেশের কোটি কোটি মা ও গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রচারিত পডকাস্টের প্রথম পর্বে তারেক রহমান জানান, বিএনপি সরকার গঠন করলে দেশের প্রায় ৪ কোটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে গ্রাম অঞ্চল এবং শহরের নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে এই কার্যক্রম শুরু হবে। প্রতিটি কার্ডে পরিবারের গৃহিণীর নাম, একটি নির্দিষ্ট নম্বর এবং মেয়াদ উল্লেখ থাকবে।

তারেক রহমান উল্লেখ করেন যে, এই পরিকল্পনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবেন দেশের মা ও গৃহিণীরা। এটি কেবল একটি কার্ড নয়, বরং একটি পরিবারের অর্থনৈতিক ভিত্তি মজবুত করার হাতিয়ার। এর মাধ্যমে প্রতিটি পরিবারকে সরাসরি রাষ্ট্রীয় সহায়তার আওতায় আনা হবে।

কার্ডের মূল সুবিধাগুলো তুলে ধরে বিএনপি চেয়ারম্যান জানান, মাসিক সহায়তা‌ হিসেবে কার্ডধারী মা বা গৃহিণী প্রতি মাসে সরকার থেকে ২,০০০ থেকে ২,৫০০ টাকা নগদ অথবা সমপরিমাণ মূল্যের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবেন।সরকারি এই সহায়তার ফলে একটি পরিবারের মাসিক বাজার খরচের একটি বড় অংশ সাশ্রয় হবে। সাশ্রয় হওয়া এই অর্থ মা-বোনেরা জমাতে পারবেন এবং পরবর্তীতে তা সন্তানের লেখাপড়া, উন্নত পুষ্টি অথবা ছোট কোনো ব্যবসায় বিনিয়োগ করে পরিবারকে সচ্ছল করে তুলতে পারবেন।

"অন্তত ৫ থেকে ৭ বছর এই সহযোগিতা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে, যাতে একটি পরিবার স্থায়ীভাবে স্বচ্ছল হয়ে উঠতে পারে", জানান তারেক রহমান।

কাদের জন্য এই কার্ড?
তারেক রহমান তার বক্তব্যে স্পষ্ট করেন যে, এই কার্ডটি দল-মত নির্বিশেষে সকল স্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকবে। কৃষক, ভ্যানচালক, রিকশাচালক থেকে শুরু করে সরকারি কর্মকর্তা যেমন ডিসি বা এসপি-র স্ত্রীরাও এই কার্ড পেতে পারেন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, যাদের আর্থিক প্রয়োজন নেই, তারা স্বেচ্ছায় এই কার্ড ফিরিয়ে দেবেন, যাতে সেই অর্থ আরও দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা যায়।

তিনি বলেন, প্রতিটি পরিবার সচ্ছল হলে গ্রাম, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে উন্নয়নের ঢেউ লাগবে, যা শেষ পর্যন্ত সমগ্র বাংলাদেশকে একটি শক্তিশালী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করবে।

বক্তব্যের শেষে তিনি বলেন, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি গ্রাম ও ইউনিয়নকে স্বাবলম্বী করে তোলার মাধ্যমে একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। বিএনপি সরকার গঠন করলে এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রতিটি মা ও গৃহিণীর আত্মমর্যাদা এবং সম্মান বৃদ্ধি পাবে বলে তিনি বিশ্বাস করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews