হত্যার হুমকির বিষয়টি মিথ্যা বলে দাবি করে কাউন্সিলর মীর রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আজকে (বুধবার) শাহিন উদ্দীনের সঙ্গে দেখা ও কথা হয়নি। তিনি কেন জিডি করলেন, জানি না।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, থানায় বিকেলে একটি জিডি হয়েছে। সেটি তদন্তের জন্য একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।