ভারতের লাদাখে পাহাড় থেকে নেমে আসা পাথর ধসে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা নিহত হয়েছে। এছাড়া আরো তিনজন আহত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাতে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে ভারতীয় সেনাবাহিনীর সূত্রে বলা হয়েছে, লাদাখে সেনা কনভয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লেফ্টেন্যান্ট কর্নেল ভানু প্রতাপ সিং মানকোটিয়া এবং ল্যান্স দফাদার দলজিৎ সিংয়ের। এক্স হ্যান্ডেল সেনার বিবৃতি, ‘জিওসি, ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস এবং সকল র‍্যাঙ্ক লেফটেন্যান্ট কর্নেল ভানু প্রতাপ সিং মানকোটিয়া এবং ল্যান্স দফাদার দলজিৎ সিংকে স্যালুট জানায়, যারা ৩০ জুলাই ২০২৫ তারিখে লাদাখে কর্তব্যরত অবস্থায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এই শোকের মুহূর্তে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

সেনা সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। এদিন ভোরে সেনার কনভয় যখন ডারবাক থেকে চংতাশে যাচ্ছিল, তখনই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। বিরাট পাথরের আঘাতে সেনার গাড়িতে দুমড়ে-মুচড়ে যায়। মৃত্যু হয় লেফ্টেন্যান্ট কর্নেল ভানু প্রতাপ সিং মানকোটিয়া এবং ল্যান্স দফাদার দলজিৎ সিংয়ের। আহত সেনাকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews