টালিউড কিং শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে বিতর্ক নতুন নয়। তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝ আলোচনা-সমালোচনা সারাক্ষণ চলতেই থাকে। সম্প্রতি অভিনেত্রী শবনম বুবলী নাকি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। এমন খবরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জোরালো সমালোচনার ঝড় ওঠে। যার জেরে চারদিকে কৌতূহলের শেষ নেই। কারণ এর আগে অনেকবার প্রকাশ্যে শাকিব খান জানিয়েছিলেন, বুবলীর সঙ্গে তার বিয়ে ভেঙে গেছে।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বুবলীর সন্তানসম্ভবা হওয়ার খবর নিয়ে আলোচনা শুরু হতেই শাকিবকে প্রশ্ন করা হয়। কিন্তু তিনি সেই প্রসঙ্গ এড়িয়ে গেছেন। তার তরফে কোনো উত্তর মেলেনি। তবে ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, আমেরিকা ঘুরতে গিয়েই আবার কাছাকাছি এসেছিলেন শাকিব ও বুবলী। সেখান থেকেই পানি গড়িয়েছে অনেক দূর। তারপরেই শোনা যায় বুবলীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর। 

সম্প্রতি বাংলাদেশের একটি অনুষ্ঠানে যোগদান করেন বুবলী। সেখানে নৃত্যপরিবেশন করেন অভিনেত্রী। পরনে ছিল ঘাগরা। দর্শকের সঙ্গে বেশ কিছু ছবিও তোলেন তিনি। সেই ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ভাইরাল। নেটিজেনদের একটি ব়ড় অংশের দাবি— বুবলী নাকি অন্তঃসত্ত্বা। অনেকেই আবার এই প্রসঙ্গে অভিনেত্রীকে নিয়ে নীতিপুলিশিও করছেন। তাদের মতে, অন্তঃসত্ত্বা অবস্থায় এমন নাচ করা নাকি উচিত হয়নি তার।

তথ্যসূত্র: আনন্দবাজার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews