বলিউড অভিনেত্রী এশা গুপ্তা সম্প্রতি ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চলা গুঞ্জনের জবাব দিলেন। দীর্ঘদিন ধরে চর্চায় থাকা এই প্রেমের গুঞ্জনের বিষয়ে স্পষ্ট বক্তব্য রাখলেন তিনি।

সিদ্ধার্থ কান্নানের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে এশা জানান, একসময় হার্দিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল ঠিকই, তবে তা কখনোই কোনও গাঢ় সম্পর্কের রূপ নেয়নি। তাঁর কথায়, “হ্যা, আমরা কিছু সময়ের জন্য একে অপরের সঙ্গে কথা বলতাম। আমি বলব না আমরা ডেট করছিলাম, কিন্তু হ্যাঁ, কয়েক মাস কথা হয়েছিল। এটা প্রেম ছিল না, তবে সম্ভাবনা হয়তো ছিল। তবে সময় আর পরিস্থিতি সবসময় একরকম থাকে না।”

এশা আরও বলেন, তাঁদের মধ্যে কোনও তিক্ততা তৈরি হয়নি। কথাবার্তা বন্ধ হলেও তা বন্ধুত্বে ছায়া ফেলেনি। উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সালে 'কফি উইথ করণ' অনুষ্ঠানে হার্দিক পান্ডিয়ার বিতর্কিত মন্তব্য ঘিরে যখন সমালোচনা চলছিল, তখন এশা ছিলেন তাঁদের মধ্যে অন্যতম, যিনি প্রকাশ্যে সেই মন্তব্যের প্রতিবাদ করেছিলেন।

কাজের দিক থেকে এশা গুপ্তাকে শেষ দেখা গিয়েছে ‘ওয়ান ডে: জাস্টিস ডেলিভারড’ ছবিতে ডিসিপি লক্ষ্মী রাঠির ভূমিকায়। তাঁর ‘হেরাফেরি ৩’-তে কাজ করার সম্ভাবনা থাকলেও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

ব্যক্তিগত জীবনে বর্তমানে এশা স্পেনে বসবাসকারী ম্যানুয়েল ক্যাম্পোস গুয়ালারের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে উইকিপিডিয়া সূত্রে জানা গেছে। তাঁদের একসঙ্গে ২০২৩ সালের আইফা অ্যাওয়ার্ড-সহ একাধিক অনুষ্ঠানে দেখা গেছে।

অন্যদিকে, হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবনেও এসেছে বড় পরিবর্তন। নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়েছে। তবে তাঁদের ছেলে অগস্ত্যকে দু’জনে মিলেই বড় করছেন বলে জানানো হয়েছে এক যৌথ বিবৃতিতে।

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews