মাঠের বাহিরে কখনো তেমন বিতর্কে জড়াতে দেখা যায়নি তাসকিন আহমেদকে। সাদাসিধে, সমালোচনামুক্ত ছিলেন তিনি। তবে হঠাৎ বন্ধুর সাথে দ্বন্দ্বে জড়িয়ে আলোচনায় উঠে আসেন তাসকিন।

হঠাৎ করেই দেশের ক্রিকেট পাড়ার ‘টক অব দ্যা টপিকে’ পরিণত হন তাসকিন। ছোটবেলার বন্ধুকে মারধরের অভিযোগ এনে মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয় এই টাইগার পেসারের বিরুদ্ধে।

যদিও বিষয়টি তাসকিন আহমেদ অস্বীকার করেছেন, এমনকি গুজব বলেও দাবি করেছেন। তাছাড়া শোনা গেছে বন্ধুর সাথে ঝামেলাও মিটিয়ে নিয়েছেন তিনি, মামলাও তুলে নেয়া হবে বলে জানা গেছে।

তবে এই ঘটনায় নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের নিয়ে আচরণবিধি সংক্রান্ত কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছে তারা। ক্রিকবাজকে এমনটাই জানিয়েছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান।

ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে আমরা আগস্টে ছোট একটি ওয়ার্কশপ করার পরিকল্পনা করছি। সেখানে আমরা তাদের মনে করিয়ে দিতে চাই, তারা কী করতে পারবে আর কী পারবে না। ক্রিকেটাররা বহু তরুণের আদর্শ। ভক্তদের প্রতি তাদেরও কিছু দায়িত্ব আছে।’

আর তাসকিনের ঘটনা নিয়ে বিসিবি’র ভাবনা সম্পর্কেও জানিয়েছেন মিঠু। বলেছেন এখনই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিবে না তারা। বলেন, ‘আগে দেখি তাসকিনকে নিয়ে অভিযোগ সত্যি কি না। যেহেতু আইনি অভিযোগ হয়েছে এবং তা নিয়ে তদন্তও চলছে। ফলে এটি এখন ক্রিকেট বোর্ডের বাইরের বিষয়।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews