একান্নবর্তী পরিবার বলতে গেলে আর নেই। আত্মীয়তার বন্ধনও ঢিলে হয়ে এসেছে। এমনকি একটা বয়সের পর নিজ ভাই বোনদের সঙ্গেই এখন তেমন যোগাযোগ হয় না। এ রকম সময়ে পাঁচ কাজিনের সম্পর্ক একদম উল্টো। সব কাজিন ভিন্ন ও বৈচিত্র্যময় চরিত্রের মানুষ। তাদের টক-ঝাল-মিষ্টি সম্পর্কের গল্পে আমরা হাসব, কিছু জায়গায় হয়তো কাঁদব, তবে খুব বেশি করে ভাবব। এত ভালোবাসা তো আজকাল আপন ভাইবোনদের মাঝেও দেখা যায় না।-এমন ভালোবাসার উপাখ্যান নিয়ে নির্মিত হয়েছে কমেডি-ড্রামা ‘কাজিন্স’, যেটি আত্মার নড়বড়ে বন্ধনগুলোকে আবারও দৃঢ় করার চেষ্টা করবে। মোহসিনা আরফিনের রচনায় এবং অমৃতা আচার্য্য পিউয়ের সংলাপে এই নাটকটি পরিচালনা করেছেন দর্শকপ্রিয় নির্মাতা গোলাম মুক্তাদির শান। এই কমেডি-ড্রামাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, সাদিয়া আফরিন মাহি, ইমতিয়াজ বর্ষণ, নিশাত প্রিয়ম, সাদ্দাম মাল, সাবেরি আলোম, মিলি বাশার, জাবেদ গাজী। আরও রয়েছেন ঈষিকা সাকিন, নিশা চৌধুরী, শাওন দাস, সাদাফ হাশমী জিয়ানসহ আরও অনেকেই। নাটকটি ৪ জুলাই থেকে রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে প্রচার শুরু হবে। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews