পরিবেশবান্ধব ট্যানারি ব্যবস্থা, আধুনিক মেশিনারিজ ও প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ এবং সরকারী ও বেসরকারি খাতের সমন্বয় চামড়া শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেন, “চামড়া শিল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিমুখী খাত। এই শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপশি লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। চামড়া, ফুটওয়্যার এবং চামড়াজাত পণ্যে মূল্য সংযোজনের সুযোগ বেশি। এই খাতে ব্যাকওয়ার্ড লিংকেজ ও ফরওয়ার্ড লিংকেজের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
“এই শিল্পে ২০৩০ সাল নাগাদ ৩৫ থেকে ৪০ লাখ জনবলের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সাড়ে ১২ বিলিয়ন ইউএস ডলার মূল্যমানের লেদার, লেদারগুডস এবং ফুটওয়্যার উৎপাদন ও রপ্তানি করার সম্ভাবনা রয়েছে।”
শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (আইসিসিবি) ‘নবম বাংলাদেশ চামড়া ও জুতা শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনীর’ উদ্বোধনী অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন উপদেষ্টা।
তিনি বলেন, “এই মেলা উদ্যোক্তা, রপ্তানিকারক ও বিদেশি ক্রেতাদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করবে। যা বাংলাদেশের আর্ন্তজাতিক বাণিজ্য সম্প্রসারণ ও রপ্তানি আয় বৃদ্ধির সহায়ক হবে।”
তার বক্তব্যের শুরুতেই শিল্প উপদেষ্টা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম তার বক্তব্যে চামড়া শিল্পের উন্নয়নে বিসিকের কার্যক্রম তুলে ধরেন।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব বেবী রাণী কর্মকার, ট্যানার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান ও মোহাম্মদ আলী বাপ্পী বক্তব্য দেন।
তিন দিনব্যাপী এই মেলায় ১৪টি দেশের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান ১৪৮টি স্টল সাজিয়ে বসেছে। আধুনিক ট্যানিং ও ফিনিশিং মেশিনারিজ, চামড়া, চামড়াজাত পণ্যসামগ্রী ও যন্ত্রাংশ এবং ট্যানারির প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে এ মেলায়।
বিটিএ’র সঙ্গে এবারের মেলার যৌথ আয়োজক হিসেবে রয়েছে লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস সোসাইটি, লিমরা ট্রেড ফেয়ার অ্যান্ড এক্সিবিশনস।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। তিন দিনের এই মেলার পর্দা নামবে শনিবার।