দিনাজপুরের বীরগঞ্জে ধানবোঝাই ট্রলির সঙ্গে চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালকসহ দু’জন। রবিবার রাত সাড়ে ৭টার দিকে বীরগঞ্জ উপজেলার কবিরাজহাটে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- আবু সাঈদ (৮) বীরগঞ্জ উপজেলার ডাঙ্গারহাট গ্রামের আফজাল হোসেনের ছেলে ও আনারুল ইসলাম (৬৫) ভোগনগর কলকটি গ্রামের মৃত ফজল হোসেনের ছেলে।

দুর্ঘটনায় আহত ভ্যানচালক ভোগনগর ইউনিয়নের ভোগনগর কলকটি গ্রামের আলিম উদ্দিনের ছেলে মো. আব্দুস সালাম (৫৫) ও যাত্রী ভোগনগর গ্রামের মো. মতিয়ার হোসেনের স্ত্রী সুলতানা বেগম (৬০)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যায় একটি ট্রলিটি বীরগঞ্জের গোলাপগঞ্জ বাজার থেকে ধানবোঝাই করে কবিরাজহাটে যাচ্ছিল। পথে কবিরাজহাটের কাছে ট্রলির এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে চার্জার ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ট্রলিটি পথচারীদের ওপর উঠে যায়। 

এতে ঘটনাস্থলেই শিশু আবু সাঈদ ও আনারুল ইসলাম মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আফরোজ সুলতানা জানান, অবস্থার অবনতি হলে সুলতানা বেগম এবং মো. আবু সাঈদকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় পথেই শিশু মো. আবু সাঈদ মারা যায়। অপর আহত মো. আব্দুস সালাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসাধীন রয়েছেন।

বীরগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডি-প্রতিদিন/তানিয়া



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews