হবিগঞ্জ জেলা শহরের চৌধুরী বাজার এলাকায় চোরের ছুরিকাঘাতে জনি দাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তার বড় ভাইকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে চৌধুরী বাজারের ডেমেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জনি স্থানীয় হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ডেমেশ্বর এলাকার নির্দন দাসের ছেলে।
স্থানীয়রা জানান, ভোররাতে নির্দন দাসের বাসায় একদল চোর আসে। এ সময় বাসার লোকজন বিষয়টি আঁচ করতে পেরে এক চোরকে জাপটে ধরতে গেলে তারা জনিকে ছুরিকাঘাত করে। ওই সময় জনিকে বাঁচাতে তার বড় ভাই জয় দাস এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। জয় দাস হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তবে এলাকাবাসীর ধারণা, চুরির উদ্দেশে নয়, মূলত জনিকে খুন করার জন্যই চোর বেশে কয়েকজন যুবক আসে। তারা জনিকে খুন করে পালিয়ে যেতে সক্ষম হয়। এলাকাবাসী বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সজল সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
সূত্র : বাসস