লর্ডস টেস্টে হারের পর ভারতের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। ২৩ জুলাই ম্যানচেস্টারে শুরু হচ্ছে সিরিজের চতুর্থ টেস্ট। শুবমান গিল জানেন, এই ম্যাচ জিততেই হবে। না হলে সিরিজ হাতছাড়া হবে। এমন পরিস্থিতিতে ভারতের একাদশে পরিবর্তনের দাবি জোরালো হচ্ছে।

তৃতীয় টেস্টে ইংল্যান্ডের কাছে ২২ রানে হারে ভারত। মাত্র ১৯৩ রানের লক্ষ্য ছিল। কিন্তু সেই রানও তুলতে পারেনি ভারতীয় ব্যাটাররা। রবীন্দ্র জাদেজা, নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর—সবাই থাকলেও ব্যাটিং ব্যর্থ হয়।

সিরিজে এখনও একটি ম্যাচও খেলেননি কুলদীপ যাদব। কিন্তু সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক চান, কুলদীপকে যেন একাদশে নেওয়া হয়।

তিনি এক অনুষ্ঠানে জানান, ‘আমি এখনো কুলদীপ যাদবকে সেই একাদশে দেখতে চাই। তাকে দলে আনো। কীভাবে আনবে, সেটা আমি জানি না।’

তিনি আরও বলেন, ‘ভারতীয় দল মাথা উঁচু করে লড়তে পারে, বিশেষ করে জাদেজা। তবে আমি আগেই বলেছি, আমি কুলদীপকে দলে দেখতে চাই। ওয়াশিংটন সুন্দর দারুণ বোলিং করেছে, কিছু দরকারি রানও করেছে। জাদেজার ব্যাটিং অসাধারণ। ও বহুবার ভারতকে ম্যাচ জেতানোর কাজ করেছে। আমি মনে করি, অন্য প্রান্তে যদি কেউ টিকে থাকতে পারত, তাহলে জাদেজাই ভারতকে জিতিয়ে দিত। ওর জন্য খারাপ লেগেছে। আর ভারতের জন্যও।’

ভারত এখন সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে। ম্যানচেস্টারের ম্যাচ তাই বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে জসপ্রিত বুমরাহকে খেলানো হবে কি না, সেটা নিয়ে এখনো নিশ্চিত নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ভারতের সহকারী কোচ রায়ান টেন ডসকাট বলেছেন, ‘না, বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত ম্যানচেস্টারেই নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা জানি, শেষ দুই টেস্টের মধ্যে একটিতে ও খেলবে। এখন যেহেতু সিরিজ নির্ধারিত হতে পারে ম্যানচেস্টারে, তাই ওকে খেলানোর দিকে ঝোঁক থাকবে।’

‘তবে আবারও বলছি, আমাদের সব দিক বিবেচনা করতে হবে। কত দিন খেলা হবে, কীভাবে জিততে পারি, সেটাও ভাবতে হবে। এরপর ওভালের ম্যাচের সঙ্গেও সামঞ্জস্য রাখতে হবে। আমাদের দুই ম্যাচকেই একসঙ্গে দেখার দরকার আছে।’

বুমরাহ মার্চে পিঠের অস্ত্রোপচারের পর আবার ফিরে আসেন। এই সিরিজে তাকে তিনটি টেস্ট খেলানোর পরিকল্পনা করেছিল টিম ম্যানেজমেন্ট। এজন্য দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়, যেটা নিয়ে অনেকেই সমালোচনা করেছিলেন।

তবে লর্ডসে ফিরে এসে বুমরাহ নিজের যোগ্যতা প্রমাণ করেন। প্রথম ইনিংসে পাঁচ উইকেটসহ পুরো ম্যাচে সাত উইকেট নেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews