দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলমান থাকায় বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নিজ নামে বরগুনা জেলায় থাকা ৩৩ বিঘা জমি ও রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ১টি পরিবারিক সঞ্চয়পত্র, ২টি এফডিআর, ২টি গাড়ি ও  ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপসহকারী পরিচালক খাইরুল ইসলাম জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।

জব্দ সম্পদের আনুমানিক মূল্য ধরা হয়েছে, ২ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা। ব্যাংক  হিসাবে আছে ১০ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৭৮২ টাকা।

আবেদনে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার ১২৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখাসহ নিজ নামের ১৬টি ব্যাংক হিসাবে ৪১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭০২ টাকার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, রূপান্তর করায় দুর্নীতি দমন কমিশন আইনে মামলা হয়েছে। তদন্তকালে জানা গেছে, আসামি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তার অর্জিত স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। সুষ্ঠু মামলার তদন্তের স্বার্থে অবিলম্বে তার নিজের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে  নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় বরগুনা-১ আসনে সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গত ১১ নভেম্বর গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews