ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের মৃত্যুর খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে তার ব্যক্তিগত দপ্তর।

সোমবার (১৬ জুন) মধ্যপ্রাচ্যের কয়েকটি গণমাধ্যমে আহমাদিনেজাদের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলায় তিনি মারা গেছেন।

তবে একই দিন আহমাদিনেজাদের দপ্তর থেকে এক বিবৃতিতে এসব দাবি অস্বীকার করে জানানো হয়, ‌‘সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন। তার মৃত্যু সংক্রান্ত সব খবর গুজব ও মিথ্যাচার।’

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন আমরা জানি, তবে এখনই তাকে হত্যা করবো না।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‌‌‘আমরা জানি সেই তথাকথিত সুপ্রিম লিডার (আয়াতুল্লাহ আলী খামেনি) কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে তিনি নিরাপদ- আমরা তাকে সরিয়ে (হত্যা করে) ফেলবো না, অন্তত আপাতত নয়।’

সূত্র: আল-জাজিরা

কেএসআর/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews