এরপর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস রিভিউ নিলে টিভি রিপ্লেতে দেখা যায়, ওকসের বল জয়সোয়ালের লেগ স্টাম্পে এবং নায়ারের অফ স্টাম্পে লাগত। কিন্তু বল ট্র্যাকিংয়ে আম্পায়ার্স কলের (শরফুদ্দৌলার নটআউট সিদ্ধান্ত) কারণে সেই যাত্রায় তাঁরা বেঁচে যান। নায়ার পরে ৩১ এবং জয়সোয়াল ৮৭ রান করে আউট হন। ভারত ততক্ষণে বেশ ভালো অবস্থানে পৌঁছে যায়।
শরফুদ্দৌলা দুজনকেই এলবিডব্লু না দেওয়ায় ওকসকে মাঠে হতাশা প্রকাশ করতে দেখা যায়। বিশেষ করে নায়ার বেঁচে যাওয়ার পর বাংলাদেশি আম্পায়ারকে কিছু একটা বলতে শোনা যায়। শরফুদ্দৌলা জয়সোয়াল ও নায়ারকে আউট দিলে ডিআরএসে তাঁর সিদ্ধান্তই বিবেচনায় নেওয়া হতো এবং ওকস আরও দুটি উইকেট পেয়ে যেতেন। পরে অবশ্য আরেকটি উইকেট নেন ওকস। অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বল ছেড়ে দিয়ে বোল্ড হন নীতীশ রেড্ডি।