গত বছরের এই দিনে, বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয়েছিল—জুলাই বিপ্লব। মানুষের অন্তরে জমে থাকা ক্ষোভ, দীর্ঘদিনের বঞ্চনা, শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে সেই গণজাগরণ ছিল আশার এক আলো। একবিংশ শতাব্দীর এক অনন্য উদাহরণ হয়ে ওঠা এই আন্দোলনের এক বছর পূর্ণ হলো আজ। প্রশ্ন উঠছে—এই এক বছরে বাংলাদেশ কী পেল?

প্রথমত, মানসিক বিপ্লবটি ছিল সবচেয়ে বড় অর্জন। মানুষ বুঝতে শিখেছে, পরিবর্তন সম্ভব। শুধু দরকার সংগঠিত শক্তি, সৎ নেতৃত্ব আর অটল মনোবল। নির্যাতিত জনগণের মুখে ফিরে এসেছে প্রতিবাদের ভাষা। তরুণ প্রজন্ম রাজনীতির প্রতি আগ্রহী হয়েছে, দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছে। এটি ছিল একটি চেতনার জাগরণ।

দ্বিতীয়ত, রাজনৈতিক বর্ণচোরাদের মুখোশ উন্মোচন হয়েছে। জুলাই বিপ্লব দেখিয়ে দিয়েছে, ক্ষমতার জন্য যেসব দল ও নেতৃত্ব বারবার জনগণকে ব্যবহার করেছে, তারা আসলে জনগণের নয়, নিজের ক্ষমতা ধরে রাখার জন্যই মাঠে নামে। এই উপলব্ধি আগামী দিনের রাজনীতিকে অনেক বেশি সচেতন করবে।

তৃতীয়ত, নির্বাচনী সংস্কারের দাবি এখন জনগণের মুখে মুখে। স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্রের ভিত্তি গড়া সম্ভব নয়—এই উপলব্ধি আজ গণমানুষের চেতনায় দৃঢ়ভাবে বসে গেছে।

তবে বাস্তবতা হলো, এক বছরে কাঙ্ক্ষিত পরিবর্তন পুরোপুরি আসেনি। রাষ্ট্রযন্ত্রে গোঁড়ামি, প্রশাসনে দুর্নীতির করাল গ্রাস ও বিচারহীনতার সংস্কৃতি এখনো আগের মতোই বহাল। এখনও দমন–পীড়ন চলছে, মিথ্যা মামলা দিয়ে বিরোধীদের দমনের চেষ্টা অব্যাহত। অর্থনৈতিক বৈষম্য বেড়েছে, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে।

তাহলে কি জুলাই বিপ্লব ব্যর্থ? একদম না। এটি ছিল একটি সূচনা। যেমন আগুন জ্বালাতে প্রথমে স্ফুলিঙ্গ লাগে, তেমনি এই বিপ্লব দিয়েছে সেই স্ফুলিঙ্গ। ইতিহাস বলে, সব বড় পরিবর্তনের শুরু হয় আত্মিক জাগরণ থেকে। এই বিপ্লব একটি বীজ রোপণ করেছে—যার ফল ফলতে সময় লাগবে, কিন্তু একদিন তা দেশের ভবিষ্যৎ পরিবর্তনের রূপকাঠামো নির্মাণে মুখ্য ভূমিকা রাখবে।

আজ, এক বছর পর আমাদের শপথ হোক—এই চেতনা যেন না নিভে যায়। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় প্রতিটি স্তরে সত্য, ন্যায় ও জবাবদিহিমূলক কাঠামো গঠনে আমরা যেন সোচ্চার থাকি। জুলাই বিপ্লব ছিল আত্মমর্যাদার জাগরণ, যা ইতিহাসে রয়ে যাবে গর্বের অধ্যায় হিসেবে।

লেখক:
আল আমিন মিলু,
আহ্বায়ক,
গণঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা, জামালপুর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews