ঈদের আনন্দ মানেই নতুন পোশাক। নতুন ডিজাইনের পোশাক ছাড়া ঈদকে কল্পনা করা যায় না। আনন্দ ও উৎসবের ঈদে স্বাচ্ছন্দের পোশাক যোগ করে নতুন মাত্রা। আর তাই ঈদের পোশাকে নতুন ডিজাইনের সঙ্গে কমফোর্টকে বিবেচনা করে গ্রামীণ ইউনিক্লো নিয়ে এসেছে এবারের ঈদ কালেকশন।

এই ঈদে গ্রামীণ ইউনিক্লোর রয়েছে ছেলেদের জন্য বিশেষ ফেব্রিকে তৈরি পাঞ্জাবি কালেকশন, যা সাধারণ কাপড়ের চাইতে হালকা এবং টেকসই। ট্রেডিশনাল পাঞ্জাবির কালেকশনের পাশাপাশি অনেক নতুন কটনের তৈরি প্রিন্টেড শার্টও ঈদে ক্যাজুয়াল পোশাক হিসেবে পাওয়া যাচ্ছে। ফরমাল ক্যাটাগরিতে আছে বিজনেস শার্ট, নন আয়রন ইজি কেয়ার শার্ট, প্রতিদিনের পরার জন্য আরামদায়ক প্রিমিয়াম লিনেন শার্ট। বটমস হিসেবে পাজামার সাথে রয়েছে স্লিম ফিট চিনো প্যান্টস, ডেনিম প্যান্টস, কাইতেকি প্যান্টস এবং আরও অনেক কিছু।

কারচুপি কাজ করা জর্জেট কামিজ এবং আরামদায়ক ভিসকস কামিজ মেয়েদের ঈদ কালেকশনে রয়েছে

মেয়েদের জন্য গ্রামীণ ইউনিক্লোতে রয়েছে কারচুপি কাজ করা জর্জেট কামিজ এবং আরামদায়ক ভিসকস কামিজ। এ ছাড়াও প্রতিদিন পরার জন্য রয়েছে বিভিন্ন রঙের এবং প্রিন্টের লং শার্ট, টপস এবং টিউনিকস। বটমস কালেকশন হিসেবে কামিজের জন্য রয়েছে এমব্রয়ডারি স্ক্যান্টস, পালাজ্জো, লেগিংস এবং প্রতিদিন ব্যবহারের জন্য আছে কাইতেকি প্যান্টস চিনো এবং কাইতেকি প্যান্টস (উল লাইক)।

গ্রামীণ ইউনিক্লো ঈদ পোশাকে কমফোর্টকে প্রাধান্য দিয়েছে

ঈদ কালেকশন সম্পর্কে গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল হক বলেন, ঈদে প্রতিবারই আমরা নতুন নতুন কালেকশন নিয়ে আসি। এবার আমরা কমফোর্টকে প্রাধান্য দিয়েছি। সব রকম ক্রেতাদের চাহিদাকে বিবেচনা করে আমরা ছেলে ও মেয়েদের বিভিন্ন রকম ডিজাইনের ও ফেব্রিকের পোশাকের সম্ভার সাজিয়েছি। পোশাকের রঙের ক্ষেত্রেও বৈচিত্র্য আছে। ঈদের এ উৎসবে পোশাকের মাধ্যমে আমরা আনন্দ ছড়িয়ে দিতে চায়।

ঈদ পোশাকে রঙের ক্ষেত্রেও এবার আছে বৈচিত্র্য

ছেলেদের ঈদ পোশাক ১৫০ থেকে ১৯৯০ টাকায় এবং মেয়েদের পোশাক ৩৯০ থেকে ২৬৯০ টাকায় গ্রামীণ ইউনিক্লোর ঢাকা ও ঢাকার বাইরের সব স্টোরগুলো পাওয়া যাচ্ছে। এ ছাড়া ঘরে বসে পছন্দের পোশাক কিনতে দেখতে পারেন www.grameenuniqlo.com। আর চাইলে facebook/grameenuniqlo ফেসবুক পেজ থেকেও অর্ডার করতে পারেন। 





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews