কুষ্টিয়া: বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের স্ত্রী বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান বলেছেন, এতিমখানায় বেড়ে উঠলেও এখানকার শিশুরা আজ থেকে এতিম নয়, তারা আমাদেরই সন্তান। তাদের প্রত্যেককে আগামী দিনের এক একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের।
রোববার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহরের আল আমীন মহিলা এতিমখানা পরিদর্শন করে সেখানকার শিশুদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
এ সময় সাবরিনা সোবহানের মা ও একমাত্র ভাই রিয়াদ খোন্দকারসহ পরিবারের অন্য সদস্যরা এবং এতিমখানার শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
বসুন্ধরা গ্রুপের পরিচালক বেশ কিছু সময় সেখানে অবস্থান করেন এবং শিশুদের সঙ্গে তাদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন। শিশুরাও প্রাণ খুলে তাদের মনের কথা বলে। এ সময় সাবরিনা সোবহান তাদের হাতে শীতবস্ত্র, কসমেটিক্সসহ নিত্যপ্রয়োজনীয় উপহারসামগ্রী তুলে দেন।
এর আগে তিনি কুষ্টিয়া পৌর কবরস্থানে যান এবং তার বাবা কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য কেএইচ রশিদুজ্জামান দুদুর কবর জিয়ারত করেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
কুষ্টিয়ার বর্ষীয়ান রাজনীতিক, মুক্তিযুদ্ধের সংগঠক, সমাজসেবক, ব্যবসায়ী নেতা ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ কেএইচ রশিদুজ্জামান দুদু ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য মরহুম রশিদুজ্জামান দুদু বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বেয়াই এবং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের শ্বশুর।
বাংলাদেশ সময়: ২৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
এসএএইচ