দিনভর বৃষ্টি, এর মধ্যে সন্ধ্যায় ঢাকার শিল্পকলা একাডেমিতে চর্যাপদে মাতেন সংগীতানুরাগী আর সাধু শিল্পীরা।
বৃষ্টির ছন্দ আর সংগীতের মায়াজাল যেন মিলেছিল একই সুরে।
বুধবার বিকাল সাড়ে ৫টায় তিন দিনের ‘চর্যাপদ পুনর্জাগরণ’ উৎসব শুরু হয় ভাবনগর সাধুসঙ্গের শিল্পীদের সমবেত কণ্ঠে লুইপার প্রথম পদটি পরিবেশনের মধ্য দিয়ে।
শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফ্রান্স থেকে আসা লালনভক্ত সাধিকা ফকির দেবোরাহ জান্নাত বলেন, “আদি সংস্কৃতির মধ্যেই মানবের মুক্তি। চর্যাপদের গানে তার নির্দেশনা রয়েছে। আজকে সাধকেরা যে চর্যাপদের গানের পুনর্জাগরণ করেছেন তা এদেশের প্রাচীন সাধনার সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করে দিচ্ছে।
“নিজের হৃদয়ের কাছে পৌঁছানোর জন্য চর্যাগান থেকে লালন সাঁইয়ের গানের কাছে, জ্ঞানের কাছে ফিরতে হয়।”
বক্তব্যের পাশাপাশি তিনি চর্যাপদের গানও পরিবেশন করেন।
বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষক ও শিক্ষক কিথ ই কান্তু বলেন, “চর্যাপদের গান বাংলাদেশের প্রাচীন ইতিহাসের অংশ। এই গানের পুনর্জাগরণের মাধ্যমে বাংলাদেশের ভাবসাধকরা তাদের যে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন তা প্রশংসনীয়।”
উৎসবের সূচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন-বাংলাদেশের চর্যাপদের গানের সুরকার, শিল্পী ও প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া এবং ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আসা চর্যাপদের গানের পুনর্জাগরণের শিল্পী বাবুল আক্তার বাচ্চু।
স্বাগত বক্তব্য দেন গবেষক ও নাট্যকার সাইমন জাকারিয়া।
এর পরে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে চর্যাপদের গান পরিবেশন করেন সাধকশিল্পী বাবুল আক্তার বাচ্চু, লুৎফর রহমান, আফজাল হোসেন, সোহেল, সানোয়ার, খলিল, আলী আজম, ফারুক হোসেন, মোফাজ্জল হোসেন, বেল্লাল হোসেন, আবদুল হাকিম, কাওসার মাহমুদ, অভয়চরণ, মোসলেম,নাহিদ, রঞ্জিত।
অনুষ্ঠান উপস্থাপন করেন নূরুননবী শান্ত ও কবি শাহেদ কায়েস।
উৎসবে দুই দিন যা থাকবে
ভাবনগর ফাউন্ডেশন আয়োজিত এই উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে হবে সংগীত-সেমিনার। এতে অংশ নেবেন চর্যাপদের গানের পুনর্জাগরণের শিল্পীরা।
‘চর্যা-সাধনার উত্তরাধিকার: অতীশ-চৈতন্য-লালন’ শীর্ষক সংগীত-সেমিনারে প্রাচীন চর্যাপদের গানের পাশাপাশি লালন সাঁইয়ের গান পরিবেশন করবেন এবং বক্তব্য রাখবেন বরিশালের সাধক-কবি শাহ আলম দেওয়ান, মানিকগঞ্জের সাধক-শিল্পী অন্তর সরকার, শরিয়তপুরের সাধক-শিল্পী শিলা মল্লিক, কিশোরগঞ্জের আল আমিন সরকার পিপাসী, সুনামগঞ্জের মণীন্দ্র দাশ।
শুক্রবার বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে হবে চর্যাপদের গানের প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ প্রদান করবেন সাধিকা সৃজনী তানিয়া, শাহ আলম দেওয়ান ও বাউল অন্তর সরকার।
এদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত হবে ভাবসাধকদের চর্যাপদের গানের পুনর্জাগরণের আসর।
পাশাপাশি রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত চর্যাপদের গানের প্রশিক্ষণে গ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও চর্যাপদের গানের পুনর্জাগরণে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ শিল্পীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হবে।
এর পরে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন কবি ও লেখক ফরহাদ মজহার, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ সুকোমল বড়ুয়া এবং জিনবধি ভিক্ষু।