রাজধানীতে আগের সপ্তাহে ৪০০ টাকায় উঠে যাওয়া কাঁচা মরিচের দাম কিছুটা কমলেও এখনও কেজিতে ৩০০ টাকার ওপর গুনতে হচ্ছে ক্রেতাদের।
এ সপ্তাহেও বিক্রেতাদের দাবি, ‘বৃষ্টির কারণে’ কাঁচা মরিচের দাম খুব একটা কমেনি।
স্বস্তি ফেরেনি তরি-তরকারির বাজারেও; বেশির ভাগ সবজির কেজিই ছিল ৭০ থেকে ৮০ টাকার ঘরে।
শাক-সবজির সঙ্গে দাম বেড়েছে পেঁয়াজ-রসুনেও। তবে চালের বাজার আছে আগের মতোই।
শুক্রবার ঢাকার মোহাম্মদপুরের শিয়া মসজিদ সংলগ্ন কাঁচাবাজার, কৃষি মার্কেট ও টাউন হল বাজার ঘুরে এমন চিত্র মিলেছে।
টাউন হল বাজারের সবজি বিক্রেতা হাসান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ কাঁচা মরিচ ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। আগের সপ্তাহের চেয়ে দাম কমেছে। আগের সপ্তাহে তো ৪০০ টাকা ছিল।”
এই বাজারে কেনাকাটা করতে এসে সবজি ও কাঁচা মরিচের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বেসরকারি চাকরিজীবী নারায়ণ সাহা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সপ্তাহ দুয়েক আগে ১০ টাকার কাঁচা মরিচ কিনে নিয়ে যেতাম। এখন তো ১০ টাকায় কেউ মরিচ বিক্রি করতে চায় না। ১০ টাকার মরিচ কিনতে হচ্ছে ৩০-৪০ টাকা দিয়ে।”
দাম বেড়েছে ব্রয়লার মুরগির
শুক্রবার এসব বাজারে সোনালি মুরগির কেজি বিক্রি হয় আগের সপ্তাহের মতো ২৮০-২৯০ টাকায়।
ব্রয়লার মুরগির কেজি ১৭০ টাকা, যা গেল সপ্তাহে ছিল ১৫০-১৬০ টাকা। লাল লেয়ার মুরগির কেজি ছিল গেল সপ্তাহের মতো ৩০০ টাকাই আছে।
দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়, যা গেল সপ্তাহে ছিল ৫৮০ টাকা।
ঢাকার বাজারগুলোতে বেড়েছে দেশি মুরগির ডিমের দামও। প্রতি ডজন বিক্রি হয় ২৭০ টাকা টাকা দরে, যা আগের সপ্তাহে ছিল ২৫০ টাকা।
খামারের লাল ডিমের ডজন বিক্রি হয় ১২০ টাকা; সাদা ডিমের ডজন এর চেয়ে ১০ টাকা কম।
হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ২০০ টাকায়; যা গেল সপ্তাহে ছিল ২২০ টাকা। আর কোয়েলের ডিমের ডজন পড়ছে ৪৫ টাকায়, যা গেল সপ্তাহের চেয়ে ৫ টাকা কম।
পেঁয়াজ ও রসুনের দাম বেড়েছে, কমেছে আদার
এসব বাজারে আগের সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম বেড়েছে। পাকিস্তানি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে, যা আগের সপ্তাহে ছিল ৫৫ টাকা।
মাঝারি ও তুলনামূলক পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৬০ টাকায়, যা গেল সপ্তাহে ছিল ৫০ টাকা।
আদার দাম কমেছে। ছুটির দিন বড় ‘চীনা আদার’ কেজি বিক্রি বিক্রি হয় ১৮০ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ২৪০ টাকা। আর ছোট বা চিকন দেশি আদার কেজি ছিল ১৬০ টাকা, যা আগের সপ্তাহে কিনতে খরচ পড়ে ১৮০ টাকা।
দাম বেড়েছে রসুনেরও। শুক্রবার বড় রসুন বিক্রি হয় প্রতিকেজি ২৭০ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ২২০ টাকা। তবে ছোট রসুনের কেজি কমে দাঁড়িয়েছে ১২০ টাকা, যা আগের সপ্তাহে ছিল ১৬০ টাকা।
আর আলুর কেজি আগের মতোই ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
চড়াই সবজির দাম
সবজির বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় কোরবানির ঈদের পর থেকেই। সেটা কমে আসার লক্ষণ এখনও নেই। বরং কোনো কোনো সবজির দাম আরও বাড়ছে।
ঢাকার এসব বাজারে দেখা যায়, ঢেঁড়সের কেজি আগের সপ্তাহের মতো ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
চিচিঙ্গা ও ঝিঙা ৭০, পটল ৬০ থেকে ৭০ ও ধুন্দল বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে।
কাঁকরোল ৪০ টাকা ও কচুরমুখী ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
টমেটোর কেজি উঠে গেছে ১৬০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ১০০ টাকার নিচে ছিল।
এছাড়া গাজর ৭০ থেকে ৮০ টাকা, মুলা ৫০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে।
আকার ও প্রকারভেদে লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫ থেকে ৩০ টাকায়, যা আগের সপ্তাহেও প্রায় একই ছিল।