ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চাঁদপুরের বাবুরহাটে ২৬৭তম উপশাখার উদ্বোধন করেছে। বুধবার (১৮ জুন) দুপুরে চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বাবুরহাট বাজারের মোবারক মার্কেটের দ্বিতীয় তলায় শরী’আহর আলোকে পরিচালিত আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে উপশাখাটির তাদের কার্যক্রম শুরু করেছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মো: মনিরুল ইসলাম। কুমিল্লা জোনাল সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: শফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাবুরহাট উপশাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ইনচার্জ মোহাম্মদ নাজমুছ সাকিব। স্বাগত বক্তব্য রাখেন মো: আবুল হোসেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন বাবুরহাট জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর-হাইমচর আসনের এমপি পদপ্রার্থী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মো: রহিম বাদশা, বাবুরহাট বাজার কমিটির সভাপতি মো: দেলোয়ার হোসেন, চাঁদপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: জুবায়ের হোসাইন খান, তরপুরচন্ডী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আলমগীর বন্দুকশী, আন নাহদা মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল মাজেদসহ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।