ঈদে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’ সিনেমা। এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হয় নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। এতে তিনি ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। 

রায়হান রাফি পরিচালিত এ সিনেমাটি মুক্তির দিন থেকেই রয়েছে আলোচনায়। পাশাপাশি অভিষেক সিনেমা দিয়ে প্রশংসায় ভাসছেন সাবিলা। সাধারণ দর্শক থেকে শুরু করে তারকারাও সিনেমাটি দেখে সাবিলা নূরের প্রশংসা করেছেন । 

তবে সাবিলার ঘনিষ্টজন আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ‘তাণ্ডব’ সিনেমা ও সাবিলা প্রসঙ্গে এতদিন ছিলেন নিশ্চুপ! তবে সাবিলার সাফল্যে কি খানিকটা ঈর্ষান্বিত মেহজাবীন? ব্যাপারটি আসলে এমন নয়। 

নববিবাহিত মেহজাবীন ঈদের সময়টাতে হানিমুনে ফ্র্যান্সে ছিলেন। তাই সিনেমাটি দেখা থেকে পিছিয়ে গেলেন তিনি। তবে অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সাবিলাকে সঙ্গে নিয়েই প্রেক্ষাগৃহে ‘তাণ্ডব’ দেখলেন মেহজাবীন। বড়পর্দা থেকে রেকর্ড করা শাকিব খানের সঙ্গে সাবিলার একটি গানের ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করে সে কথা জানিয়েছেন মেহজাবীন। 

শুধু তাই নয়, সাবিলার প্রশংসায় পঞ্চমুখ এই জনপ্রিয় তারকা। মেহজাবীন বলেন, ‘বড় পর্দায় সাবিলাকে দেখছি! এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা চরিত্র, এত পবিত্র, এত নিষ্পাপ। সে সত্যিই সৌন্দর্য এবং মনোমুগ্ধকর মনোভাব দিয়ে চরিত্রটিকে জীবন্ত করে তুলেছে।’

মেহজাবীনের মতো শক্তিশালী অভিনেত্রীর কাছ থেকে এমন প্রশংসায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন সাবিলা নূর। এদিকে, ‘তাণ্ডব’ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে। সেখানেও দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। পাইরেসির কবলে পড়লেও এটি নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই। 

দর্শক চাহিদার কথা মাথায় রেখে দেশের অনেক এলাকায় থিয়েটার না থাকায় অস্থায়ী হলে সিনেমাটির প্রদর্শনী চলছে। শাকিব-সাবিলা ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, গাজী রাকায়েত, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews