দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা বিনোদন জগতের বাইরেও তার একাডেমিক ক্যারিয়ার নিয়ে রয়েছে বেশ সুপরিচিতি। এ ছাড়া লেখালেখিসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডেও নিজেকে জড়িয়ে রেখেছেন অভিনেত্রী।

সম্প্রতি অনেকটাই লাইমলাইটের বাইরে এ মিথিলা। গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের দ্বিতীয় মৌসুমেও দেখা যায় তাকে। সে ওয়েব কনটেন্টটিতে তার অভিনয় দর্শকদের মন কেড়েছিল, ছিলেন আলোচনায়।  তবে এখন আবার অনেকটাই আড়ালে অভিনেত্রী। যদিও তার ব্যক্তিজীবন তথা প্রেম-বিয়ে নিয়ে অনুরাগীদের কৌতূহল-চর্চা কম নয়।

সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু ছবি ভাইরাল হয়েছে, যা মিথিলার ছবি বলে চালিয়ে দিচ্ছেন নেটিজেনরা।  সেখানে দেখা যায়, হালকা ব্রাউন রঙের শাড়ি ও সাদা ব্লাউস পরে সেলফিসহ নানা ভঙ্গিতে দেখা যায় এক নারীকে, যাকে স্পষ্টত মিথিলার মতোই দেখতে পাওয়া যায়। এরপর নেটিজেনরা তোলেন আলোচনার ঝড়।

এদিকে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে আসে ভিন্ন এক সত্য। প্রচারিত ছবিগুলো আদতে রাফিয়াথ রশিদ মিথিলার নয়। এগুলো এআই প্রযুক্তির কারসাজি তথা— ডিপফেকের শিকার অভিনেত্রী।

রিউমার স্ক্যানার জানায়, ইন্টারনেট থেকে ভারতীয় এক অভিনেত্রীর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে রাফিয়াথ রশিদ মিথিলার মুখমণ্ডল প্রতিস্থাপন করে ছবিগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে 'Jina' নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৪ জুন প্রকাশিত ছবির সঙ্গে আলোচিত এ ছবির মিল পাওয়া যায়, এতেই প্রমাণিত হয়, ওই নারীর মুখমণ্ডলে পার্থক্য ছাড়া অন্য সব উপাদানে মিল খুঁজে পাওয়া যায়।

কলকতায় বসবাসকারী জিনা তরফদার নামে ওই নারী একজন অভিনেত্রী। মূল ছবিগুলো তারই। তাই এককথায় বলা যায়, অভিনেত্রী মিথিলা দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিগুলো সম্পূর্ণ নকল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews