হারের দায় নিয়ে দরিভাল বললেন, ‘হাল ছাড়ব না’ 

আর্জেন্টিনার বিপক্ষে ‘অসহায় আত্মসমর্পন’ করেছে ব্রাজিল। আর্জেন্টিনার মাঠে ৪-১ গোলে হেরেছে সেলেসাওরা। ৪১ বছর পর আর্জেন্টিনার বিপক্ষে এমন হারের স্বাদ পেল দরিভাল জুনিয়রের দল। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের সবচেয়ে বড় হারও এটি। 

ম্যাচের পরে সংবাদ সম্মেলনে এসে অসহায় আত্মসমর্পন করেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রও। জানিয়েছেন, ম্যাচের আগে যে পরিকল্পনা তিনি নিয়েছিলেন তা কাজে লাগেনি। প্রথম মিনিট থেকেই আর্জেন্টিনা তাদের চাপে রাখে। এই হারের দায় নিজের কাঁধে নিয়েছেন দরিভাল। তবে হাল ছাড়বেন না এই বার্তাও দিয়েছেন। 

দরিভাল বলেন, ‘বড় হার। এটা স্বীকার করতেই হবে। কত বড় হার তাও আমি জানি। তবে আমার সন্দেহ নেই যে, আমরা একটা উপায় বের করতে পারবো। ফুটবলে আমার এতো বছরে, এতো অভিজ্ঞতার মধ্যে এটা সবচেয়ে কঠিন মুহূর্ত। তবে আমি হাল ছাড়ছি না। কারণ ক্লাব পর্যায়ে দারুণ অর্জন আছে আমার।’ 

হারের পূর্ণ দায় মাথায় নিয়ে দরিভাল জানিয়েছেন, এমন হারের পর ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে সমর্থন আশা করা বোকামি, ‘সব দায় আমার। ম্যাচ নিয়ে আমরা পরিকল্পনা করেছিলাম। কিন্তু প্রথম মিনিট থেকেই তা কাজে দেয়নি। প্রতি পর্যায়ে আর্জেন্টিনা এগিয়ে ছিল। আমি ব্রাজিলের ভক্তদের কাছে ক্ষমা প্রার্থী।’ 

দরিভাল জানিয়েছেন, ম্যাচের শুরুতে গোল খেয়ে যাওয়ায় তারা চাপে পড়ে যায়। নয়তো আর্জেন্টিনার চার মিডফিল্ডার সামলানোর সব পরিকল্পনা হাতে ছিল তার, ‘আমরা সবসময় প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণ করি এবং সম্ভাব্য ম্যাচ পরিস্থিতি নিয়ে পরিকল্পনা করি। আর্জেন্টিনার চার মিডফিল্ডারকে মার্ক করার পরিকল্পনাও নেওয়া হয়েছিল। শুরুতে গোল খেয়ে আমরা চাপে পড়ে যাই। এমনকি ২-১ ব্যবধানের সময়ও আমরা ঠিক মতো প্রতিক্রিয়া দেখাতে পারিনি।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews