অসমীয়া চলচ্চিত্র ‘স্বর্গের ঘোড়া’

একটি ১৫ মিনিটের অসমীয় চলচ্চিত্র ‘মুর ঘুরার দুরন্ত গোটি’ (স্বর্গের ঘোড়া) শর্ট ফিল্ম ফিকশন বিভাগে অস্কার পুরস্কারের জন্য মনোনীত করার যোগ্যতা অর্জন করেছে। সম্প্রতি চলচ্চিত্রটির পরিচালক মহর্ষি তুহিন কাশ্যপ এই তথ্য জানিয়েছেন।  

২৭ বছর বয়সী পরিচালক পিটিআইকে বলেছেন, ‘এখন আমরা অস্কারের দৌড়ে প্রবেশের জন্য যোগ্যতা অর্জনে সফল হয়েছি। এটি স্বপ্ন ছিল যা সত্যি হয়েছে।

বিজ্ঞাপন

ফিল্মটি এমন একজন ব্যক্তির গল্প বলে যে বিশ্বাস করে তাঁর কাছে বিশ্বের সবচেয়ে দ্রুততম ঘোড়া রয়েছে এবং তিনি চান যে এটি শহরের সমস্ত ঘোড়ার দৌড় জিতুক। কিন্তু তাঁর কাছে আসলে ঘোড়া নয়, একটি গাধা রয়েছে।

‘মুর ঘুরার দুরন্ত গোটি’ চলচ্চিত্রটি কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই) এর একজন ছাত্র তাঁর প্রকল্প হিসেবে তৈরি করেছিল যা সম্প্রতি বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (বিআইএসএফএফ) অস্কার যোগ্য চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।

বিআইএসএফএফ হল ভারতের একমাত্র উৎসব যা শর্ট ফিল্ম ফিকশন বিভাগে অস্কারের জন্য আন্তর্জাতিক এবং ভারতীয় প্রতিযোগিতা বিভাগে তাদের বিজয়ী চলচ্চিত্র পাঠাতে সক্ষম।

বিআইএসএফএফ ফেস্টিভ্যাল ডিরেক্টর আনন্দ বরদরাজ সনদ প্রদান করে উল্লেখ করেন, ‘আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে মহর্ষি কাশ্যপ পরিচালিত ‘হর্স ফ্রম হেভেন’ বেঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২ এর ভারতীয় প্রতিযোগিতা বিভাগে বিজয়ী হয়েছে এবং একাডেমি শর্ট প্রতিযোগিতা (অস্কার) বিভাগে (ফিকশন) এন্ট্রি হিসাবে যোগ্যতা অর্জন করবে। ’

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

সাম্প্রতিক সময়ে আলোড়ন তোলা অসমীয়া সিনেমা ‘আমিষ’ এর ট্রেইলার দেখুন :



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews